নিজস্ব প্রতিবেদক : দেশে করোনা সংক্রমণরোধে চলমান বিধিনিষেধে স্বাস্থ্যবিধি অমান্য ও সড়ক পরিবহণ আইন অমান্য করায় ১৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার কোমরগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।
এসময় অরুন কৃষ্ণ পাল বলেন, সবাইকে আইন মেনে চলতে হবে। যারা আইন অমান্য করছে তাদের জরিমানা করা হচ্ছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।