নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে দেশপ্রেম জাগ্রত করতে জাতীয় পতাকা অঙ্কন, জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ ও সনদ বিতরণ করেছে নবাবগঞ্জ ললিত কলা একাডেমী (নাফা)।
শনিবার বেলা ১১টায় নবাবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জাতীয় পতাকা অঙ্কন প্রশিক্ষণ দেয়া হয়। কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত।
সনদ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আহমেদ।
নাফার সভাপতি শফিউর রহমান তোতার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রইস উদ্দিন মিলন, প্রধান শিক্ষক শেখ মো. কামরুজ্জামান, পরিবেশ কর্মী মোতাহারুল ইসলাম, নাফার ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা, শিক্ষক মো. আল মেরাজ প্রমুখ।
বিকাল ৩টায় নাফার উদ্যোগে নবাবগঞ্জ গার্লস পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে সববয়সীদের জাতীয় সঙ্গীত প্রশিক্ষণ দেয়া হয়।
অন্যদিকে, শনিবার দুপুরে রুরাল ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান করা হয়। নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার পার্শ্ববর্তী ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কামাল উদ্দিন দেওয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত। আলোচক ছিলেন অ্যাড. নাসির উদ্দিন, ডা. গোবিন্দ পাল, শিক্ষক জিএম রকিবুল ইসলাম।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কয়েকজন শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।