ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের শংকরখালী এলাকা থেকে রফিক কবিরাজ (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার শংকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সেতুর রেলিং থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রফিক কবিরাজ শংকরখালী বড় বাড়ির তাজু মেম্বারের বড় ভাই।
প্রতিবেশী আসমা বেগম বলেন, রফিক কবিরাজ রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি আর বাড়িতে ফিরেননি। কেন তার মৃত্যু হলো, এখনও বুঝতে পারছি না।
স্থানীয়রা জানান, রফিক কবিরাজ দীর্ঘদিন তাবলীগ জামাতের সাথে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি এলাকার একটি মসজিদে মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা কেউ নিশ্চিত করতে পারেননি।
নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


Reporter Name 

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































