নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। আজ রোববার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে ৫শতাধিক নেতা কর্মীরা উপস্থিত থেকে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আজকের এই জালাল একদিনে তৈরী হয়নি। নানা ঘাত প্রতিঘাত সহ্য করে জালালের জন্ম হয়েছে। তিনি দলের একজন ত্যাগী নেতা। এন মল্লিক পরিবহনের সত্ত্বাধিকারী মামলাবাজ নার্গীস মল্লিক জালালের বিরুদ্ধে যে মিথ্যা অপপ্রচার এবং মিথ্যা মামলা রুজো করার অপচেষ্টা করছেন আমরা তা কোনো ভাবেই সহ্য করবো না। তিনি জালালকে হাইব্রিড নেতা বলে উপজেলা আওয়ামীলীগকে ছোট করেছেন। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। জাতির পিতার হাতে গড়া সংগঠনকে কেউ অমূল্যায়ন কিংবা অপদস্ত করবে আমরা তা কখনোই বরদাশত করবো না। তাই অবিলম্বে নার্গীস মল্লিককে এ ব্যপারে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে।
বক্তারা আরোও বলেন, এন মল্লিক পরিবহন নবাবগঞ্জে একক রাজত্ব কায়েম করছে। ফলে নানা দুর্ঘটনাসহ মানুষকে মেরে ফেললেও তার কাছে ভোক্তভোগী পরিবাররা অসহায়। এরকম তথ্য আপনারা সকলেই জানেন।
মানববন্ধন অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুইয়া কিসমত, যুগ্ম-আহবায়ক ড. শাফিল উদ্দিন মিয়া, সদস্য মো. রমজান আলী, আশরাফ আলী, ইউপি চেয়ারম্যান আ. ওয়াদুদ মিয়া, দেওয়ান তুহিনুর রহমান তুহিন, আওয়ামীলীগ নেতা রেজাউর রহমান, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুর আলম, সহ-সভাপতি সামিমুল আহাদ রনক, কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জ্বল, মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক, ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, কলেজ শাখার দীপ্ত দেওয়ানসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।