নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সিআর মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার রাত আড়াই দিকে পুলিশ তাদের নিজেদের বাড়ি থেকে গ্রেফতার করে। সিআর মামলা নং ৮৮/১৯ ও ২৮০৫/১৯। গ্রেফতারকৃতরা হলেন সিরাজুল ইসলাম উপজেলার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপ গ্রামের শুকুর আলীর ছেলে ও আব্দুস সালাম একই ইউনিয়নের সিংহরা গ্রামের মৃত সেফাউদ্দিনের ছেলে।
নবাবগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. তানভীর শেখ জানান, সিরাজুল ইসলাম ও আব্দুস সালাম সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি। তারা দুইজনই পলাতক ছিলো। আদালতের নির্দেশে এএসআই জয়নাল আবেদীন ও এএসআই আশিষ চন্দ্র-দে সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।