ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা ইউনিয়নে সমসাবাদ নবীন সংঘের ক্লাব উদ্বোধন করা হয়েছে। শনিবার( ১৬ই ডিসেম্বর) সন্ধায় নবাবগঞ্জ উপজেলার সমসাবাদ এলাকায় সমসাবাদ নবীন সংঘের আয়োজনে হরেকৃষ্ণ কুসুমকুলি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সমসাবাদ নবীন সংঘের আহ্বায়ক সুলতান মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এ সময় সমসাবাদ নবীন সংঘের যুগ্ম-আহ্বায়ক উজ্জল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইব্রাহিম খলিল সবুজ, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম মৃধা,যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান তুহিন, হরেকৃষ্ণ কুসুমকুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ আলী দেওয়ান,সাবেক নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন জালাল,দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির,ক্লাবের সদস্য মো.শিমুল,নাঈমসহ আরো অনেকে। পরে সমসাবাদ নবীন সংঘের উদ্বোধন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।