নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সমসবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার গান্ধীর মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
খেলায় উদ্বোধক ছিলেন যুব লীগের কেন্দ্রীয় কমিটি প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন।
খেলায় যন্ত্রাইল ইউনিয়নের ৩নং ওয়ার্ডকে ০-১গোলে হারিয়ে বান্দুরা ৭নং ওয়ার্ড চ্যাম্পিয়ন হয়।
সমসাবাদ নবীন সংঘের সভাপতি মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, সদস্য এ কে এম মনিরুজ্জামান তুহিন, ইউসুফ হারুন টিপু, ঢাকা জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান পলাশ, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নূর আলম, যুবলীগ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা বাবু সুকুমার হালদার, মোঃ শহিদ, ফয়েজ আল মাসুদ টুটুল, জাহাঙ্গীর বিশ্বাস, যুবলীগ নেতা খোকন মোল্লা, মো. সোহেল, ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ছাত্রলীগ নেতা রাফায়েত বাদলসহ ক্লাবের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।