নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের আগলা ইউনিয়নের তীর্থ স্নান ঘাটের ইছামতি নদীতে সনাতন ধর্মীয় আচার বারুনী স্নান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভোর থেকে ‘মধুকৃষ্ণা ত্রয়োদ্বশী তিথিতে নক্ষত্র যোগে’ আগলা তীর্থ স্নান ঘাটে দূরদুরান্ত থেকে পূণ্যার্থীদের আগমন ঘটে। সনাতন ধর্ম মতে, পাপ মোচনের আশায় মন্ত্রপাঠ করে নদীতে স্নান করতে সমবেত হন। স্নান উপলক্ষে ঐ এলাকায় গ্রাম্য মেলা বসে।
কমিটির সদস্যরা জানান, মেলার আগত সহস্রাধীক পূণ্যার্থীদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করেন তারা। ইতালী প্রবাসী বিষ্ণুপদ সাহা, প্রদীপ সাহা, প্রিয়াঙ্কা সাহা আগত পূণ্যার্থীদের জন্য প্রসাদের আয়োজন করেন।
আয়োজক কমিটির রতন কুমার সাহা, আব্দুল মান্নান, সুভাষ চন্দ্র শীল, মোতাহার হোসেন মাস্টার, রতন সাহা, এসএম রতন, বিউটি সুলতানা জানান, ৪শ’ বছর আগে থেকে এ স্থানে বারুণী স্নান অনুষ্ঠান করা হচ্ছে। এটি সনাতন ধর্মীয় অনুষ্ঠান হলেও স্নান এবং মেলার নিরাপত্ত্বায় এলাকার সকল ধর্ম-মতের মানুষ সমবেত হন।
তাছাড়া বিচ্ছিন্নভাবে নবাবগঞ্জের ইছামতি নদীর নতুন বান্দুরা ঘাট, কলাকোপা পোদ্দার বাজার ঘাট, বাগমারা বাজার ঘাট, বর্ধনপাড়া ঘাটে পূণার্থীরা স্নান করেন বলে জানা যায়।