নিজস্ব প্রতিনিধি : সনাতন ধর্মীয় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি নবাবগঞ্জ উপজেলা শাখা এর আয়োজনে কৃষ্ণ পূজা, আলোচনা সভা ও মহানাম কীর্তন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কৈলাইল ইউনিয়নের মাতাবপুর গ্রামের বাবুবাড়ি মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান করা হয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি নবাবগঞ্জ উপজেলার সভাপতি প্রকৌশলী বিকাশ ভূষণ বকসি এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি ছিলেন জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি অধ্যাপক হিরেন্দ্র নাথ বিশ্বাস। উদ্বোধক ছিলেন সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দীপঙ্কর সরকার। বিশেষ অতিথি ছিলেন সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র পাল। আলোচক ছিলেন সমিতির উপজেলা কমিটির সহ-সভাপতি বাদল রাজবংশী (এফসিএ)।
ইতালি থেকে ভাচ্যুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন সমিতির ঢাকা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপদ সাহা ও জাপান থেকে শিবনাথ সাহা চৌধুরী।
সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাসুদেব সরকার ও নিবাহী সদস্য অরুণ কুমার সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সাধারণ সম্পাদক সুকুমার সাহা, দপ্তর সম্পাদক প্রভাত চৌধুরী, মিনু সাহা চৌধুরী, জয়নাল আবেদিন, বিকাশ সাহা চৌধুরী প্রমুখ।