নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সভা ও শুভ বিজয়ার পূণর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) উপজেলার আগলা উত্তর চৌকিঘাটা মহাশ্মশান মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি এর আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, হাজার বছরের বাঙালির সংস্কৃতির সম্প্রীতির বন্ধন আজকের বাংলাদেশকে উন্নত করেছে। এদেশে উন্নয়ন বাঁধাগ্রস্ত করতে বার বার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হয়েছে। তবুও আমরা দৃঢ় অটুট। এ যে হাজার বছরের প্রাণের টান, ধ্বমনিতে বহমান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. দীপঙ্কর সরকার।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফাইনান্স ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরুণ প্রসাদ পাল। ইতালি থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির ঢাকা জেলার সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপদ সাহা।
শুভচ্ছো বক্তব্য রাখেন আগলা উত্তর চৌকিঘাটা মহাশ্মশান মন্দির কমিটির সভাপতি বাদল চন্দ্র সাহা, সংগঠনের নির্বাহী সদস্য রতন সাহা।
সভাপতিত্ব করেন সংগঠনের নবাবগঞ্জ উপজেলা সভাপতি প্রকৌশলী বিকাশ ভূষণ বক্সী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সত্যজিৎ সাহা ও প্রচার সম্পাদক অরুণ কুমার সাহা।