নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের আওতায় শিক্ষা উপকরণ বিতরণ ও শিখন কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার সমসাবাদ গ্রামে এ অনুষ্ঠান করা হয়।
প্রধান অতিথি ছিলেন মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের পরিচালক শামীমুল হক পাভেল। বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মহা.সাহারুজ্জামান, মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার সাদিয়া আফরিন।
টিসিএম বাংলাদেশ, ঢাকার পরিচালক দিল্আরা আফরোজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু অধিকার কর্মী মাধুরী বণিক, কলাকোপা ইউপি সদস্য লুৎফা আক্তার প্রমুখ।