নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মহীয়সী নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার হাসনাবাদ ঈশ্বরের সেবক আর্চবিশপ টি.এ.গাঙুলী মেমোরিয়াল হলে হাসনাবাদ খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাসনাবাদ ধর্মপল্লীর পুরোহিত ফা. স্ট্যানিসলাউস গমেজ। এসময় প্রায় অর্ধশত বীর মুক্তিযোদ্ধা ও মহীয়সী নারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, হাসনাবাদ ক্রেডিট ইউনিয়ন ঢাকা জেলা তথা বাংলাদেশের মধ্যে একটি অন্যতম ক্রেডিট। এই ক্রেডিট মূলত ঋণদান সেবা প্রদান করে থাকে। এছাড়া বিভিন্ন সামাজিক উন্নয়নেও এই ক্রেডিট ইউনিয়নের ভুমিকা প্রশংসনীয়।
অত্র ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মি. নিকোলাস রাজু কোড়াইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা রওশন আরা, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, বান্দুরা ইউপি চেয়ারম্যান হিল্লাল মিয়া, সেন্ট ইউফ্রেজীস গার্লস স্কুলের অধ্যক্ষ সিস্টার মেবেল, ক্রেডিট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মি. সেলিস্টিন রোজারিওসহ অত্র ক্রেডিট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।