নিজস্ব প্রতিবেদক : গৃহবধূ ইফফাত শরিফী মিশুর হত্যাকারী নূর-এ-আলমের ফাঁসির দাবিতে নবাবগঞ্জ উপজেলার শোল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে মিশুর নিজ গ্রাম শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। মানববন্ধনে মিশুর মা, বাবা, এলাকাবাসী, শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা মিশুর হত্যাকারী নূর-এ-আলমের ফাঁসির দাবি জানান।
গত ১৩ জুন রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে রিফাত শরিফী মিশুর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান তার স্বামী নুরে আলম। মিশু তিন বছরের হুমাইরা নামের এক মেয়ে ও নিহান নামের দুই বছরের এক ছেলের মা ছিলেন।
নিহতের খালু ফিরোজ আলম জানান, নুরে আলমের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় মিশুর। এরপর নূর-এ-আলমের সঙ্গে অন্য এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামীর পরকীয়া কারণেই দুই জননীর মাকে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় স্বামী নূর-এ-আলম।