নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে মঞ্জুর হোসেন নামে এক মাটি ব্যবসায়ীকে ২৫ দিনের কারাদণ্ড ও মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর মালিক আমিনুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার বারুয়াখালী ইউনিয়নের কোঠাবাড়ি চকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। এসময় অভিযান পরিচালনায় সহযোগিতায় করেন নবাবগঞ্জ থানা পুলিশ।
এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল।
নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, কৃষি জমির মাটি কোনোভাবেই কাটতে দেওয়া হবে না। কেউ অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করলে আটক করে আইনের আওতায় আনা হবে।