নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী পঞ্চাদী বৈষ্ণব সেবা আশ্রম প্রাঙ্গনে নির্মিত রাধা-কৃষ্ণ মন্দির উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সমাজকর্মী ও আইরিশ এন্টারপ্রাইজের কর্ণধার প্রদীপ কুমার সাহার নিজস্ব অর্থায়নে মন্দিরটি নির্মাণ করা হয়। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
পরে বারুয়াখালী পঞ্চাদী বৈষ্ণব সেবা আশ্রমের উদ্যোগে বাৎসরিক লীলা কীর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। আশ্রমের সহ-সভাপতি দিলীপ কুমার সরকারের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার। প্রধান উপদেষ্টা ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান শিকদার।
বিশেষ অতিথি ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পলাশ চৌধুরী, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রবীর কুমার সাহা, বান্দুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুকুমার হালদার, বারুয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মন্ডল।