নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। রোববার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চুড়াইন ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তির নাম রফিক উদ্দিন কবিরাজ (৫৫)। অভিযুক্ত ব্যক্তি নিহতের আপন ছোট ভাই জাহাঙ্গীর কবিরাজ (৪০)। তাঁরা ওই গ্রামের মৃত শুকুর কবিরাজের ছেলে।
নিহত রফিক উদ্দিন কবিরাজের স্ত্রী আসমা বেগম জানান, তাঁর ননদ কহিনুরের কাছে দেবর জাহাঙ্গীর কবিরাজ টাকা পান। সেই পাওনা টাকা নিয়ে ভাই বোনের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। এ নিয়ে জাহাঙ্গীর তাঁর বড় ভাই রফিক উদ্দিনকে দোষারোপ করতেন। রোববার দুপুরে রফিক উদ্দিন হাটে ধান বিক্রির জন্য বস্তা আনতে ননদ কহিনুরের ঘরে যান। এমন সময় জাহাঙ্গীর তাঁর বড় ভাই রফিক উদ্দিনের গলা টিপে ধরে অজ্ঞান করে ফেলেন। পরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক তানভীর শেখ জানান, হত্যা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ