নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ব্র্যাক মাইগ্রেশন ফোরামের (অনুপ্রেরণা-২)-এর উদ্যোগে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কলাকোপা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিদেশগামী ও বিদেশ ফেরতদের এবং তাদের পরিবারের কল্যাণে করণীয় শীর্ষক আলোচনা করা হয়। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ মো. কুরাইশী।
এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাকমাইগ্রেশন ফোরামের উপজেলা মাঠ কর্মকর্তা মৌসুমী আক্তার, ইউপি সদস্য- খন্দকার আবুল আরিফ হিটু, রজ্জব আলী, বাবুলাল মোদক, সিরাজ উদ্দিন, লুৎফা আক্তার, রুপালি পারভিন, ফাতেমা আক্তার, সাবিনা আক্তার প্রমুখ।