নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার চৌকিঘাটা বাজার সর্বজনীন বৈদ্যনাথ মন্দিরে ২০৮তম বার্ষিক পূজা উপলক্ষে ৭ দিনব্যাপি ধর্মীয় অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পূজার্চনা সম্পন্ন হয়। পূজা উপলক্ষে বিকাল থেকে দূর-দুরান্তের বিপুল সংখ্যক ভক্তের সমাগমে মন্দির প্রাঙ্গন হয়ে উঠে উৎসবমূখর। রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মন্দির প্রাঙ্গনে শ্রীমৎভাগবত পাঠ করেন শিক্ষাবিদ সুধীর চক্রবর্তী।
মন্দির কমিটির সভাপতি নিরঞ্জন সাহা ও সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র শীল জানান, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাতে মন্দির প্রাঙ্গনে কবিগান পরিবেশন হবে। শুক্র ও শনিবার রাতে কৃষ্ণলীলা পরিবেশিত হবে।
ইতালী প্রবাসী বিষ্ণুপদ সাহা জানান, প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করেন এলাকাবাসী। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ঈশ্বর সবার মঙ্গল করুন।
অনুষ্ঠানকে ঘিরে মন্দিরের আশপাশের এলাকায় বসেছে গ্রাম্য মেলা। ধর্ম, বর্ণ, নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এলাকা হয়ে উঠে উৎসবমূখর।