নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের বারুয়াখালী ইউনিয়নের বড় বাড়িল্যা এলাকায় পুকুর থেকে মান্নান ফকির (৬০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় এলাকার মিন্টু মেম্বারের বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত মান্নান ফকির উপজেলার নয়নশ্রী ইউনিয়নের দেওতলা গ্রামের মৃত নছুরুদ্দিন ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায় , পুকুরে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরিবার সূত্রে জানা যায়, মান্নান ফকির মানসিক ভারসাম্যহীন ছিলেন। সে মাঝে মাঝে বাড়ি থেকে চলে যেতেন। গত বুধবার বাড়ি থেকে বের হলে ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করা হয়। মঙ্গলবার লাশ উদ্ধারের সংবাদ পেয়ে স্বজনরা গিয়ে শনাক্ত করেন।
নবাবগঞ্জ থানার বারুয়াখালী তদন্ত কেন্দ্রর ইনচার্জ পরিদর্শক মো. আশফাক রাজীব হাসান জানান, মান্নান ফকির মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।