নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জের বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা , নবাবগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের প্রধান পৃষ্ঠপোষক, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের প্রাক্তন সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা কেএস আলম পোখরাজ এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বিদ্যালয়ের হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আদনান খন্দকারের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, তাহমিনা খন্দকার , কলাকোপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইব্রাহিম খলিল, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক সাবেক সিনিয়র শিক্ষক মো. আব্দুস সালাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, বিদ্যালয়ের দাতা সদস্য খন্দকার আবু হাসান সবুজ, প্রাক্তন ছাত্র মানিক খন্দকার, বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি রকিবুল ইসলাম রয়েল, আল মিরাজ, শহিদুল ইসলাম , ঢাকা জেলা দক্ষিণ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও এডহক কমিটির সদস্য সাংবাদিক খালিদ হোসেন সুমন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইসমাইল হোসেন ও নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
গত বছর ১২ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা কেএস আলম পোখরাজ অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন।