নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সামাজিক সংগঠন বিলপল্লী সবুজ সংঘের ৪০ বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ নভেম্বর) বিকালে ক্লাব মাঠে এ খেলার উদ্বোধক ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আশরাফ আলী। খেলায় রাধাকান্তপুর পূবানী সংঘ ৩-০ গোলে গোবিন্দপুর ইয়ুথ ক্লাবকে পারজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. পলাশ চৌধুরী।
ক্লাবের সভাপতি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ক্লাবের সাধারণ সম্পাদক মো. ইউসূফ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শশাঙ্কভূষণ পাল চৌধুরী, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্নু মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুরাদ আলী শিকদার, সাধারণ সম্পাদক খোকন মোল্লা, ক্লাবের সহ-সভাপতি শাহেন আলী চিশতী, সমাজকর্মী অমলেস সরকার, নয়ন কুমার মজুমদার প্রমুখ।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানারআপ দলকে একটি টিভি দিয়ে পুরস্কৃত করা হয়।