নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পূর্বশত্রুতার জেরে রুদ্র খান রাতুল (২১) নামে এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার বাগমারা বাজারের আনিস প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে জানা গেছে, ২৬ আগস্ট দুপুর ১২টার দিকে পল্লী বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ বিল দিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন রাতুল। পথিমধ্যে বাগমারা বাজারের আনিস প্লাজার সামনে এলে আগে থেকে ওঁত পেতে থাকা দিঘিরপাড় গ্রামের সজল, মুন্না, মমিন, রনিসহ আরও ৪/৫জন তার মোটরসাইকেলের গতিরোধ করে।
কোনো কিছু না বলেই কিলঘুষি মারতে থাকে তাকে। এক পর্যায়ে মুন্না লোহার পাইপ দিয়ে রাতুলের মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় দৌড়ে মার্কেটের ভিতরে আশ্রয় নেয় রাতুল। পরে পরিবারের সহযোগীতায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
রাতুল জানান, এ ঘটনায় ঐদিন বিকেলে নবাবগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছি।নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. তানভীর শেখ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটির অধিকতর তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।