নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সহযোগী সংগঠনগুলোকে তৃণমূলে শক্তিশালী করতে উপজেলা আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীরা মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দিলীপ কুমার মন্ডল সভা সঞ্চালনা করেন।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ড. সাফিল উদ্দিন মিয়া, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার, ঢাকা জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এস এম সাইফুল ইসলাম, কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহিম খলিল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সেলিম খান, সুজন বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন বারুয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এম এ বারী বাবুল মোল্লাসহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।