নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নিরাপদ ও সুষম খাদ্য নিশ্চিতকরণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভা কক্ষে এ সভা করা হয়। ঢাকা জেলা সিভিল সার্জন অফিস এর বাস্তবায়ন করেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। মূল বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রফেসর ডা. মো. কামরুজ্জামান।
সভায় নিরাপদ ও সুষম খাদ্য নিশ্চিতকরণে জন্য প্রয়োজনীয়তা, সাবধানতা, করণীয় সমন্ধে নিজের পরিবার, প্রতিবেশি ও সমাজিক সচেতনতা সৃষ্টির তাগিদ দেয়া হয়। এতে প্রতিদিনের খাবারে পানির ব্যবহার, তাপমাত্রা, পরিচ্ছন্নতা নিয়ে বক্তব্য উপস্থাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম, মেডিকেল অফিসার প্রীতম দে, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো জাকির হোসেন, নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মো. মিন্টু লস্কর, উপজেলা স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সদস্য এজাজ আহম্মেদ পান্না প্রমুখ। দুপুরে একই কক্ষে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।