নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জের দিঘীরপাড় গ্রামের একটি বাগান বাড়ির ঝোপ থেকে, সোমবার রাত ১২ টায়, মাজহারুল ইসলাম(১৮) নামে এক নিখোঁজ যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে র্যাব-১০ এর সদস্যরা। পরে নবাবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন বলে র্যাবের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মাজহারুল পেশায় ইজিবাইক চালক ছিলেন। সে দিঘীরপাড় এলাকার মো মিজানের ছেলে। এঘটনায় প্রাথমিকভাবে গ্রেফপ্তারকৃতরা র্যাবের হেফাজতে আছে বলে নবাবগঞ্জ থানা পুলিশ সূত্র জানিয়েছে।
নিহত যুবক মাজহারুল এর বোন ইতি আক্তার বলেন, গত ৬ আগস্ট বিকাল ৪ টার পর থেকে আমার ভাইকে খুঁজে পাওয়া যায়নি। আমার মোবাইল ফোন থেকে তার মোবাইলে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, সংযোগ চালু থাকলেও কল রিসিভ করেন নি কেউ।
পরে শনিবার (৭ জুলাই) আমার ভাই এর ব্যবহারকৃত মোবাইল ফোন নাম্বার থেকে, ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ফোন আসে আমার মোবাইল ফোন নাম্বারে। এরপর আমার পরিবারের পক্ষ থেকে আমি আমার ভাই নিখোঁজ হওয়ার বিষয়ে, নবাবগঞ্জ থানায় একটি একটি জিডি করেছি ৭ আগস্ট যার নাম্বার- ৩৪৪।
এ হত্যাকান্ডের বিষয়ে, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, মাদক ব্যবসা নিয়ে এ হত্যাকাণ্ড সংগঠিত হতে পারে বলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহারকৃত ছুরি উদ্ধার করা হয়েছে। নিহত যুবক মাজহারুল লাশ সুরুতহাল রিপোট শেষে ঢাকায় ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।