আব্দুর রাহিম: ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) বিকেল ৩ টার দিকে যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কলাকোপা ইউনিয়ন চেয়ারম্যান মো.ইব্রাহিম খলিল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সিকদার,নয়নশ্রী ইউনিয়ন চেয়ারম্যান পলাশ চৌধুরী, দোহার- নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবিন্দ্র দত্ত, যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার সহ আরো অনেকে।
উক্ত অনুষ্ঠানে যন্ত্রাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম মনিরুজ্জামান তুহিন বলেন, আমি এক বছর যাবৎ এই ইউনিয়নে দায়িত্ব পালন করে আসছি। গত এক বছরে আমরা এই ইউনিয়নটাকে ব্যাপক উন্নয়ন করতে পারছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
ঢাকা-১ আসনের সাংসদ সদস্য, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির নির্দেশনায় আমরা সকল সহযোগী সংগঠন মিলে নবাবগঞ্জ উপজেলাকে একটি রোল মডেল করে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, ইতিমধ্যে আমরা ৯ টি ওয়ার্ডের ২৭ টি রাস্তার কাজ সম্পূর্ণ করতে পেরেছি। ১৩টি স্কুলের খেলাধুলা থেকে শুরু করে আমরা পড়ালেখার মান বাড়াতে সবোর্চ্চ সহযোগিতা করে আসছি। কৃষি খাতেও আমরা ব্যাপক প্রসার লাভ করতে পারছি।