নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে নতুন করে আরও ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫৯৬ জনে।
বুধবার (২৫ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো ১৯, ২১ ও ২২ আগস্টের ২২৭ জনের নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন করে ৮৬ জন করোনা আক্রান্ত হয়েছে।