নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের চাঁনহাটি এলাকা থেকে মো. রাসেল (৪২) নামে এক গাঁজা বিক্রেতাকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছেন নবাবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। নবাবগঞ্জ উপজেলা গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপরিদর্শক মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, রাসেল এলাকায় দির্ঘদিন ধরে গাঁজা বিক্রি করে আসছিলো। গোপন তথ্যের ভিত্তিতে গালিমপুর চাঁনহাটি রাসেলের বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে তার নিজ ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার ঘরে থাকা দুইকেজি গাঁজা উদ্ধার করে তা জব্দ করা হয়। পরে গাঁজা সহ রাসেলকে থানায় নিয়ে আসা হয়। শুক্রবার সকালে রাসেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালাতে পাঠানো হয়েছে বলেনও জানান পুলিশের ওই কর্মকর্তা।