নিজস্ব প্রতিনিধি : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যে ঢাকার নবাবগঞ্জে ৫০তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (০৬ নভেম্বর) সকালে উপজেলা ফটক থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তন আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও অরুণ কৃষ্ণ পাল। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা রওশনআরা, দোহার নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ সোসাইটির সভাপতি হুমায়ুন কবির, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলাকোপা ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল প্রমুখ।