নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে, মঙ্গলবার দুপুরে, জাতীয় জলাতঙ্ক নির্মূল কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ শাখা ও সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে, বিভিন্ন প্রাণী কর্তৃক জলাতঙ্ক নির্মূলে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ১৪ টি ইউনিয়নে ২৯ টি ক্যাম্পে ৫ দিন ব্যাপী কুকুরসহ অনান্য প্রাণীদের টিকাদান কর্মসূচী ও কুকুর, বিড়াল, বনবিড়াল, শিয়াল, বানরের কাঁমড় ও আঁচড়ের মাধ্যমে মানবদেহে জলাতঙ্ক ছড়ানোর বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বক্তাগণ বলেন জলাতঙ্ক ছড়ানোর প্রাণী কর্তৃক মানব দেহে অক্ষত চামড়ার লেহন, প্রাণীর সংস্পর্শ, আঁচড়, ক্ষত হলে উক্ত স্থানে যত দ্রুত সম্ভব কাপড় কাঁচার সাবান ও পানি দিয়ে ১৫ মিনিট ধরে ক্ষত স্থান ধৌত করতে হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভ্যাকসিন দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মোঃ সামির হোসেন, মুক্তার উদ্দিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ নজরুল ইসলাম প্রমুখ।