নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী মো: আব্দুল জলিলের পক্ষে কর্মীসভা করেছেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
চুড়াইন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ প্রমানিকের সভাপতিত্বে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দূর্গাপুর মাঠে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।কর্মী সভায় নেতারা বলেন, সরকারের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে ও দোহার নবাবগঞ্জের অভিভাবক সালমান এফ রহমানের হাতকে শক্তিশালী করতে হলে নৌকা প্রার্থীকে বিজয় করতে সকলের প্রতি আহবান জানান।এ সময় আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দের নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান।
চুড়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সুজন বাবুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, কেন্দ্রীয় তাঁতীলীগের সহসভাপতি কে এম শহীদুল্লাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান সিকদার, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লাবণ্য ভূঁইয়া, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা জেলা পরিষদের সদস্য এসএম সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি সারোয়ার হোসেন খান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।