নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২০০৪ সালে নৃশংস গ্রেনেড হামলায় ২৪ জন নিহত শহিদ ও ৫০০ জন আহত নেতাকর্মীদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সাংসদ সালমান এফ রহমান এমপির পক্ষ হতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমতের সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. সাফিল উদ্দিন মিয়া, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, ওয়াদুদ মিয়া, জলিল বেপারী, আওয়ামীলীগ নেতা রেজাউর রহমান রেজা, প্রবির সাহা, শাহিন খান, আশরাফ আলী, জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পলাশ, জেলা পরিষদ সদস্য এস এম সাইফুল ইসলাম, যুবলীগ নেতা রাকিব পত্তনদার, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রানা, সাইফুল বারি শান্ত, নাসির উদ্দিনসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।