নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খানেপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (০২ নভেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও অত্র স্কুলের প্রিজাইডিং অফিসার সিদ্দিকী নূর আলমের সভাপতিত্বে এ কমিটির গঠন করা হয়।
বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত সদস্যরা হলেন, সভাপতি পদে সামসুদ্দিন আহমেদ, প্রতিষ্ঠাতা সদস্য আসাদুজ্জামান, সাধারণ শিক্ষক সদস্য মো. সিদ্দিকুর রহমান, রঞ্জিত পাল, সংরক্ষিত আফরোজা আক্তার, সাধারণ অভিভাবক সদস্য, মো. মবজেল হোসেন, মো. হাসেম আলী, শেখ মাসুম, মো. আলমগীর হোসেন।
উল্লেখ্য, গত ৯ অক্টোবর খানেপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির তফসিল ঘোষণা করা হয়। ১১-১৩ অক্টোবর মনোনয়ন পত্র জমা, ১৪ অক্টোবর বাছাই, ১৭ অক্টোবর প্রত্যাহার এবং ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিলো। প্রার্থীতার সংখ্যা বেশি না হওয়ায় সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়।