নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল দৌরাত্ম রোধে ক্লিনিক দালাল চক্রের ৬ জনকে ২০দিন করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অভিযান পরিচালনা করেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলো- নাজমুল হোসেন (২২), সেকান্দার খান (৪৩), মো. জয় (৩০), শহীদুল ইসলাম (৩২), পলাশ সাহা (৪৩) ও মানিক চৌধুরী (৪৩)।
জানা যায়, রোববার দুপুরে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে দালালচক্র গণ উপদ্রব সৃষ্টি করেছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান অভিযান চালিয়ে সেখানে থেকে ৬ দালালকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।