নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টায় দলের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্তরে শ্রদ্ধা জানানো হয়। এর আগে নেতাকর্মীরা উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্তরে আসেন।
এসময় শ্রদ্ধা জানান, নবাবগঞ্জ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক সাদের হোসেন বুলু, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান স্বপন, বান্দুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আবুল আরিফ হিটু, মো. বিল্লাল হোসেন, মো. রায়হান উদ্দিন লিটন, শেখ ফরিদ প্রমুখ।
এর আগে, গত শুক্রবার নবাবগঞ্জ উপজেলার কৃষকলীগের সাদের হোসেন বুলুকে আহ্বায়ক ও মেহেদী হাসান স্বপনকে যুগ্ম আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা দেন ঢাকা জেলা দক্ষিণ কৃষকলীগের সভাপতি আবু জাফর জাকিউদ্দিন আহমেদ রিন্টু ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন।