নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জে করোনা সংকট মোকাবেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভা কক্ষে এ অনুষ্ঠান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজু এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাহিদুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান কিসমত, যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, অ্যাডভোকেট সাফিল উদ্দিন মিয়া, জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ইউপি চেয়ারম্যান আলীমুর রহমান খান পিয়ারা, মো. আবেদ হোসেন, মো. ইব্রাহীম খলিল, তপন মোল্লা, উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদ হায়দার উজ্জল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম প্রমুখ।