নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কারিতাস এনজিও’র ৩০ জন উপকারভোগীর দারিদ্রতা নিরাময় করতে কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কারিতাসের আইএফএস, আইসিটি প্রকল্প এর আয়োজন করেন।
সোমবার দুপুরে উপজেলার বক্সনগর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ মিয়া ও সঞ্চালনায় ছিলেন আইসিটি’র মাঠ কর্মকর্তা নারায়ন চন্দ্র মজুমদার।
প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াংকা সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কারিতাসের কর্মসূচী কর্মকর্তা ফানিন্দ্র সাংমা, আঞ্চলিক ফোকাল পার্সন জুয়েল পি রিবেরো, কারিতাসের আইএফএস, এরিয়া ম্যানেজার আব্দুল খালেক, পিআইসি কমিটির সহ-সভাপতি বেলায়েত হোসেন স্বাধীন প্রমুখ।