নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় কলাকোপা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে এ অনুষ্ঠান করা হয়। সম্মেলনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান।
এসময় অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক বুলবুল আহমেদ, উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক সুজন আহমেদ, শাহীন ফকির, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. মনজুর হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে আব্দুর রাজ্জাককে সভাপতি ও মোহাম্মদ হেলালকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি আলী আকবর, রিপন, আলী বেপারী, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, তানভীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তুষার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রাকিব, দপ্তর সম্পাদক শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক শেখ আনোয়ার, সহ-অর্থবিষয়ক সম্পাদক মোক্তার হোসেন।