নিজস্ব প্রতিবেদক. করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী গর্ভবতী নারী দিপ্তি বাড়ৈ (২৩) এর সৎকার করলেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা কমিটি। শুক্রবার দুপুরে শোল্লা শ্মশানে ঐ নারীর লাশ সৎকার করা হয়।
উপজেলা কমিটির প্রধান অনুপম দত্ত নিপু জানান, উপজেলার দক্ষিণ শোল্লা গ্রামের হরি ব্যাপারির স্ত্রী, ৬ মাসের অন্তসত্তা দিপ্তি বাড়ৈ গত ২২ জুলাই (বৃহস্পতিবার) করোনা আক্রান্ত হয়ে রাজধানীর রিলেশন জেনারেল হসপিটালে ভর্তি হন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিন রাত ১০টার দিকে তিনি মারা যান। সকালে সৎকার কমিটির সদস্য অর্জুন দাস, চিত্ত দাস, অন্তহীন, বাসুদেব, গণপতি লাশ গ্রহন করেন। দুপুরে শোল্লা শ্মশানে লাশ সমাধিস্থ করা হয়।