নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে পরেশ পাল (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গোল্লা গ্রামের বাসিন্দা।
জানা যায়, পরেশ পাল করোনায় আক্রান্ত হয়ে ঢাকার শিকদার কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মঙ্গলবার (০৬ এপ্রিল) সকালে উপজেলা সৎকার কমিটির অন্যতম অনুপম দত্ত নিপুর তত্ত্বাবধানে গোবিন্দপুর শশ্মানে লাশের সৎকার করা হয়।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) হরগোবিন্দ সরকার অনুপ জানান, পরেশ পাল করোনা আক্রান্ত হয়ে ঢাকা চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুর খবর জানতে পেরেছি। উপজেলা সৎকার কমিটি লাশ সৎকার করেছেন।