নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জের চুড়াইন ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার আসন্ন ইউপি নির্বাচনে চুড়াইন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম সাইফুল ইসলামের পক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকা জেলা পরিষদ সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাইফুল ইসলাম বলেছেন, আমি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার দল আওয়ামীলীগ মনোনয়ন দিলে জনগণের ভাগ্য উন্নয়নের জন্য নির্বাচন করবো। আমি শতভাগ আশাবাদী আমাদের দোহার নবাবগঞ্জের সাংসদ সালমান এফ রহমানের উন্নয়নের ছুয়া চুড়াইন পৌঁছে দিওয়ার জন্য প্রস্তুত। এসময় তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নানা উন্নয়মুলক কর্মকার্ন্ডের কথা তুলে ধরেন।
এসময় অন্যান্য বক্তারা বলেন, নির্বাচন আসলে অনেক নেতাদেরই পোস্টার ব্যানারে সয়লাভ হয়ে যায়। কিন্তু আমাদের পার্থী সাইফুল নিজেই একটা সাইনবোর্ড যাকে সবাই চিনে। চুড়াইন ইউনিয়নের নৌকার প্রার্থী হিসেবে দেখতে চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সালমান এফ রহমানের নিকট জোর দাবি জানান আওয়ামীলীগ নেতা কর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন চুড়াইন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আবুল হোসেন, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা আজিজুল হক মিলিটারি, আব্দুল ওয়াদুদ প্রমুখ।