নবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল পর্যন্ত ৭জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল বিকেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ পলাশ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সদস্য হারুনুর রশিদ, ঢাকা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানজিল হোসেন অপু প্রমুখ। উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার বলেন. বারুয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে পদত্যাগ করেই নির্বাচনে অংশগ্রহণ করছি। সব প্রক্রিয়া শেষ করেই মনোনয়নপত্র জমা দিয়েছি।
জানা যায়, ২৩ ডিসেম্বর নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এর শূন্য পদে উপনির্বাচনের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে সিনিয়র জেলা নির্বাচন অফিসার, ও রিটানিং অফিসার মো. মুনীর হোসাইন নির্বাচন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের তারিখ শেষ হয়েছে ২৫ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং ভোট গ্রহণের তারিখ ২৬ ডিসেম্বর।