নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দুই জনকে সাজা ও এক ইট ভাটাকে জরিমানা করা হয়েছে। বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পারচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উপজেলার জালালপুর গ্রামের আকাশ ও হৃদয় নামে দুইজন কে গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে ৭ দিনের সাজা প্রদান করা হয়েছে।
অন্য দিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়েছে। আইন অমান্য করে ইট তৈরী করায় ন্যাশনাল ব্রিকস ইন্ডাস্ট্রিস (এন বি আই) কে নগদ ১ লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম বলেন, এ ধরনের অপরাধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।