নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউপি নির্বাচনে স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন ঐ ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. হুমায়ুন কবীরকে সমর্থন করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সোমবার রাতে হাসনাবাদ মাঠে আওয়ামীলীগের যৌথ সভায় কর্মী সমর্থকদের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিক এ ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনসহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।