নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমত দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পরিষদ চত্তরে ইউএনও’র প্রতিনিধি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাহিদুজ্জামানের উপস্থিতিতে দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
পরে দায়িত্ব গ্রহণের সার্বজনীন আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, মহিলাবিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. সাফিল উদ্দিন মিয়া প্রমুখ।