নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামীলীগের গৌরব ও ঐতিহ্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলের নেতাকর্মীরা।
শোভাযাত্রায় নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কিসমতের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. সাফিল উদ্দিন মিয়া, ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, ইউপি চেয়ারম্যান আলিমুর রহমান খান পিয়ারা, আজিজুর রহমান ভূঁইয়া আজিম, একেএম মুনিরুজ্জামান তুহিন, বশির আহমেদ, রেশমা আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিনসহ উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।