নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার প্রধান ফটক থেকে ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ আগ্রগণ্য’ এই স্লোগানে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পরিষদের চত্বরে এসে শেষ হয়।
পরে বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আব্দুল ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাদিয়া আফরিন, ঢাকা জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলামসহ আরও অনেকে।