নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং সিপিপি’র ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও অগ্নিকাণ্ডের দুর্ঘটনা মোকাবেলায় মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম সালাউদ্দীন মনজু। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন সুমন।
এর আগে উপজেলা প্রাঙ্গনে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা মোকাবেলায় সচেতনতামূলক প্রশিক্ষণ প্রদান করেন দোহার উপজেলা ফায়ার স্টেশনের একটি দল। এতে অংশ নেন উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।