নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ ডিসেম্বর) ভোরে উপজেলার বাগমারা বাজার সংলগ্ন রাজপাড়া সড়কের পাশে বিসমিল্লাহ্ বেডিং স্টোর নামক দোকানে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোরে এক পথচারী দোকানটিতে আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দেয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থলে এসে পানি ঢেলে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে দোকানটির ভিতরে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
বিসমিল্লাহ্ বেডিং স্টোরের মালিক জানান, এঘটনায় প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
তবে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি।