নিজস্ব প্রতিবেদক: ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভা করা হয়েছে। গ শনিবার উপজেলার আব্দুল ওয়াছেক মিলনায়তনে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এ সভা চলে। সভায় সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া কিসমত। এসময় এক সঙ্গে সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে পেয়ে তৃনমূলনেতারা তাদের বক্তব্যে ক্ষোভ ঝাড়লেন।
নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ড. সাফিল উদ্দিন মিয়া, সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাবির হোসেন খান পাভেল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী জাতীয় নির্বাচনে ওয়ার্ড পর্যায়ের দলের নেতারা তাদের করণীয় শীর্ষক আলোচনাসহ কর্মীদের মাঠ পর্যায়ে ভোটের মাঠে কি কি করনীয় তার দিক নির্দেশনামূলক সিদ্ধান্ত গৃহীত হয়।